অদ্য ২৩-০৫-২০১৯ তারিখ বেলা সকাল ১১ঃ০০ ঘটিকা হতে নেত্রকোনা জেলার জারিয়া, ঝাঞ্জাইল নামক স্থানে অভ্যন্তরীন নৌপথের ৫৩ টি রুটের ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ে ২৪ টি নৌপথ) শীর্ষক প্রকল্পের আওতায় “ভোগাই কংস নদীর মোহনগঞ্জ হতে নালিতাবাড়ি” পর্যন্ত নৌপথের খনন কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠানটি শুরু হয়েছে ।